দর্শনা অফিস
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় দর্শনা থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা থানা চত্বরে পূজামণ্ডপের নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর পূজা চলাকালীন প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকদের মতামতকে গুরুত্ব দিয়ে পূজার সময় সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ওসি শহীদ তিতুমীর বলেন, হিন্দু সম্প্রদায়ের সবাই যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজার আনন্দঘন পরিবেশ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে তথ্য লিপিবদ্ধ রাখার জন্য একটি রেজিস্টার ও যেকোন প্রয়োজনে দ্রুত যোগাযোগের সুবিধার্থে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সরবরাহ করা হয়।