পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে এডাবের উদ্যোগে ডেঙ্গু ও চিকনগুনিয়া জ্বরে আতংকিত না হওয়ার জন্য প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরন করা হয়। গতকাল রবিবার বেলা ১১টার সময় চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ লিফলেট বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও পল্লী উন্নয়ন সংস্থা পাস এর নির্বাহী পরিচালক মোঃ ইলিয়াস হোসেন, গ্রামীন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি সাইদুর রহমান লিপু, কম্প্যাক্ট ফাউন্ডেশনের সমন্বয়কারী আলমগীর হোসেন।