স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১১০ অ্যাম্পুল প্যাথেড্রিনসহ একজনকে গ্রেফতার করেছে। গত শনিবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার হাটকালুগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়াড় গ্রামের আক্কাস আলীর ছেলে তানভীর রহমান সুজন (৩০)।
জেলা ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরতলীর হাটকালুগঞ্জ এলাকার পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে অভিযান চালানো হয়। অভিযানে এসআই তোরগুল হাসান সোহাগ ও সৌমিত্র সাহার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তানভীর রহমান সুজন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১১০ অ্যাম্পুল নেশাজাতীয় প্যাথেড্রিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।