আলমডাঙ্গায় ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে কেদারনগর গ্রামের পশ্চিমপাড়া খালপাড় ব্রীজের উপর অভিযান চালানো হয়। আসামিরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের আলমগীর এর ছেলে  মিষ্টার আহম্মেদ (২৫), আরজ আলী এর ছেলে  আঃ রাজ্জাক (৫০)। আসামিদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-১৭, তারিখ ০৭/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/২৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান পিপিএম  জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *