জীবননগর অফিস
জীবননগরে সর্বসাধারণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছানো, পুলিশের নিকট সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের প্রত্যাশা এবং জনসাধারণের অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার দিকে জীবননগর থানার আয়োজনে সীমান্ত ইউনিয়নের হরিহরনগর বাজারে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন হোসেন বিশ্বাস। এসময় ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ থানা পুলিশের নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুন হোসেন বিশ্বাস বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি ছাত্রসমাজ ও সাধারণ জনগণের দায়িত্ব মাদক, মানবপাচার, জুয়া, আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। মাদক ও চোরাকারবারির সঙ্গে কোনো আপস নেই চোরাকারবারি, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে থানা পুলিশের পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। এসময় আরও উপস্থিত ছিলেন রিপন কুমার দাস, পুলিশ পরিদর্শক (তদন্ত), এস আই মিজানুর রহমান মিজান, বিট অফিসার সীমান্ত ইউনিয়ন, মিজান, এসআই জাহিদ সহ আগত সেবা প্রত্যাশী, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।