স্টাফ রিপোর্টার
পতকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ১ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে তাকে ফেরত দেয়া হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ২ টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ শিলবাড়িয়া বিএসএফ ক্যাম্প কমান্ডার কুমিল্লাপাড়া বিওপি কমান্ডার’কে চিঠি দেন। তাতে বলা হয় গাজীপুর জেলার পাড়ার টেক গ্রামের জগদীশ মন্ডলের ছেলে নিমাই মন্ডল (৪৩) অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় বিএসএফ এর হাতে আটক হয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। পরে বিজিবি উক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়ে শূন্য লাইন বরাবর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট থেকে গ্রহন করা হয়।