মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে ফারিয়া আক্তার(৮) নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। ফারিয়া আকতার উপজেলার অলিনগর গ্রামের বাবুল আক্তারের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ফারিয়া আক্তার প্রতিদিনের ন্যায় রাতে তার দাদীর সাথে ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল। রাত দেড়টার দিকে হঠাৎ সাপে কামড় দিলে বিষক্রিয়ায় ফারিয়া কান্না শুরু করে। সেসময় তার শ্বাসকষ্ট ও মুখ দিয়ে লালা বের হচ্ছিল। পরিবারের সদস্যরা তার পায়ে সাপে কাটার চিহ্ন দেখতে পেয়ে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।