দামুড়হুদার জুড়ানপুর ও চিৎলা এলাকায় ভোক্তার অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ও চিৎলা এলাকায় ভোক্তা অধিকারের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সহকারী পরিচালক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জুড়ানপুর ও চিৎলা এলাকায় ঔষধ, সার, কীটনাশক, ডায়াগনষ্টিক সেন্টার প্রভৃতি তদারকি করা হয়। এ সময় মূল্য বিহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার কারণে জুড়ানপুরস্থ মো: নওশাদ ইসলাম এর ঔষধের দোকান মেসার্স মহিদুল মেডিকেল হলকে ২৫ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়া  দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের সামনে মো: আবু বকর সিদ্দীক এর  চিৎলা ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ টেস্টিং কীট সংরক্ষণ ও ব্যবহার করার কারণে ১৫ হাজার টাকা জরিমান করা হয়। ২টি প্রতিষ্ঠানে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানের সময় ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *