আলমডাঙ্গায় ভিক্ষুকের টাকা চুরি, টাকা উদ্ধার গ্রেফতার ২

আলমডাঙ্গা অফিস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অসহায় এক ভিক্ষুকের ঘর থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল  বৃহস্পতিবার রাত সাড়ে ১টার দিকে আলমডাঙ্গার মদনবাবুর মোড় এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, আলমডাঙ্গা উপজেলা জেহালার দবিরুর রহমান এর ছেলে রাশেদুল ইসলাম রঞ্জু (৩৮) একই এলাকার মৃত খলিল হোসেন এর ছেলে ভোলা হোসেন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাতে জেহালা বাজার এলাকার ভিক্ষুক জোসনা খাতুন (৬৮) ও তার প্রতিবন্ধী ছেলে বাসায় ফিরে দেখেন তালা ভাঙা এবং ভিক্ষার টিনে রাখা ৫০ হাজার টাকা চুরি হয়েছে। মুন্সিগঞ্জ ক্যাম্পের এসআই (নিঃ) আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ২৯ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান পিপিএম বলেন, অসহায় ভিক্ষুকের টাকা উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। দ্রুততম সময়ে চুরি যাওয়া টাকা উদ্ধার করতে পেরেছি। স্থানীয়রা জানান, মানবিক দৃষ্টান্ত স্থাপন করে পুলিশ ভিক্ষুকের চুরি যাওয়া টাকা ফিরিয়ে দিয়েছে, যা প্রশংসনীয় উদ্যোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *