গাংনীতে সাড়ে ৩ লাখ টাকার মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক অভিযানে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় হেরোইন, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন অবৈধ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৯-এস থেকে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়। জেসিও-৯৫৪৩ নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ১শ গ্রাম হেরোইন, ৩ কেজি ৮ শ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা এবং ১৯২ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালে আনুমানিক বাজার মূল্য ২লাখ ৮১ হাজার ৪০০ টাকা বলে জানায় বিজিবি।

অপরদিকে একইদিন ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৬ থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থানে আরেকটি অভিযান চালানো হয়। নম্বর-৫২৮০৬ হাবিলদার মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় ২৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার টাকা।

বিজিবি জানায়, দুইটি অভিযানে উদ্ধার হওয়া মাদকের মোট সিজার মূল্য দাঁড়ায় প্রায় ৩ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকদ্রব্যগুলো আইনি প্রক্রিয়া শেষে গাংনী থানায় জমা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *