জীবননগর অফিস
বাংলাদেশ জুয়েলার্স সমিতি জীবননগর উপজেলা শাখার নির্বাচনী প্রচারণা তুঙ্গে। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। ছুটছেন ভোটারদের দ্বারে দ¦ারে। সভাপতি পদে তিন জন সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল প্র¯‘তি হয়েছে সম্পন্ন। ভোট গ্রহন হবে ২৩ আগস্ট।
বাংলাদেশের শক্তিশালী একটি সমিতি সেটা বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এ সমিতির জীবননগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটির নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। চলছে নির্বাচনী প্রচারনা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি জীবননগর উপজেলা শাখার নির্বাচন পরিচলা কমিটির প্রধান ও মাধ্যমিক শিক্ষা অফিস জীবননগর উপজেলার একাডেমিক সুপার ভাইজার সৈয়দ আব্দুর জব্বার জানান, জুয়েলার্স সমিতির জীবননগর উপজেলা শাখার সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক এই চারটি পদে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সভাপতি পদে প্রার্থীরা হলেন, মতিয়ার রহমান, আশাবুল হক, হাফিজুর রহমান। সহ সভাপতি পদে প্রার্থীরা হলেন, ফারুক আহমেদ, নিমাই কুমার দে।
সাধারণ সম্পাদক পদে প্রার্থীর হলেন, জুরাইজ রহমান, আজমত হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হলেন রাফিম হাসনাত সজিব। সহ-সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় অপর তিনটি পদে ভোট গ্রহন হবে। জীবননগর উপজেলায় এ বছর সদস্য ভোটের সংখ্যা ১২৪জন। ভোট গ্রহন হবে ২৩ আগস্ট শনিবার। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। ভোট কেন্দ্র হিসেবে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে নির্বাচন করা হয়েছে।
জুয়েলার্স সমিতির ত্রি-বার্ষিক উপজেলা কমিটি ১১ সদস্যের। চারটি পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। নির্বাচিতরা প্রথম মিটিংএ কোষাধ্যক্ষ ও ছয় জন সদস্য মনোনীত করবেন।