আইলহাসে পাখিভ্যান চুরি করার সময় হাতেনাতে ধরা

কুতুবপুর প্রতিনিধি


আলমডাঙ্গা উপজেলার আইলহাস বাজার সংলগ্ন শ্রী নেংটে কুমারের ছেলে সঞ্জয় কুমারের বাড়িতে পাখি ভ্যান চুরি করতে গিয়ে চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসি জানায়, গতকাল সোমবার দিবাগত রাত ১টার সময় সঞ্জয় কুমারের বাড়িতে চুরি করতে আসে চোর চক্রের সদস্যরা। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোরচক্র পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ে পদ্মবিলা ইউনিয়নের গোপালনগর গোপীনাথপুর গ্রামের জাহিদুল কানার ছেলে ইয়াদুল(৩৫)।
জিজ্ঞাসাবাদে ইয়াদুল স্বীকার করে, পাঁচ দিন আগে একই বাড়ি থেকে মোটর চালিত পাখিভ্যান চুরি করে নিয়ে যায় সে ও তার সহযোগীরা। চুরির ঘটনায় হামিদ বাঙালের ছেলে সাগর(২৪) এবং পোলবাগুন্দা গ্রামের মোশাররফের ছেলে লিখন(২৫) সহ আরো একজন নাম জানায়। এছাড়া চুরি হওয়া পাখিভ্যান বর্তমানে সাগরের কাছে রয়েছে বলেও স্বীকার করে। পাখিভ্যান টি উদ্ধারের জন্য তুলে দেয় পুলিশের হাতে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চুরি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে গ্রামবাসীর দাবি, দ্রুত চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *