ফের যুদ্ধের প্রস্তুতি ইরানের,অত্যাধুনিক বিমান দিচ্ছে চীন!

অনলাইন ডেস্ক

ইরান ও ইসরায়েলের মধ্যকার ১২ দিনের তীব্র সংঘাত আপাতত যুদ্ধবিরতিতে এসে থেমেছে। এদিকে,পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানকে আবারও আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের এ আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান।

তাছাড়া, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একইসঙ্গে সতর্ক করে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করলে আবারও তেহরানে হামলা করার কথা বিবেচনা করতে পারেন তিনি। এ খবর জানায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ।

এরই মধ্যে খবর রটেছে, আবারও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান এবং এজন্য চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে তারা। কিন্তু, সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এ খবরকে ‘মিথ্যা ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ইরান। খবর মেহের নিউজের।

ইরান পক্ষের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে শনিবার (২৮ জুন) জানা গেছে, চীনের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে কিছু গণমাধ্যম দাবি করে , ইরানি প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহর সাম্প্রতিক বেইজিং সফরের অন্যতম উদ্দেশ্য ছিল চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনা।

কিন্তু পরে জানানো হয়, এই খবর পুরোপুরি মিথ্যা এবং ইহুদি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের তৈরি করা ভুয়া প্রচারণা। চীনের কাছ থেকে যুদ্ধবিমান কেনার কোনো আলোচনা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের মতে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী মূলত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অংশ নিতে এবং চীনা প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতেই বেইজিং সফরে গিয়েছিলেন। সফরের উদ্দেশ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক জোরদার করা, অস্ত্র কেনা নয়।

তেহরান এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, সত্য যাচাই না করে এমন ভিত্তিহীন খবর প্রচার থেকে বিরত থাকা উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *