বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন বিজিএমইএ সভাপতিসহ নেতৃবৃন্দের

স্টাফ রিপোর্টার
বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু’র নেতৃত্বে বিজিএমইএ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। গতকাল বুধবার গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবহিতে স্বাক্ষর করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এ সময় বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল খান বাবলু, পরিচালক ফয়সাল সামাদ এবং পরিচালক ড. রশিদ আহমদ হোসাইনীও শোকবহিতে স্বাক্ষর করেন।
শোক প্রকাশ করে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে বিজিএমইএ এর প্রতিটি সদস্য গভীরভাবে শোকাহত। পোশাক শিল্প তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশনেত্রীর ভূমিকা জাতি চিরদিন স্বরণ রাখবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা ও কল্যাণে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। তিনি তাঁর কর্মের মধ্য দিয়েই বেঁচে থাকবেন প্রতিটি বাংলাদেশির হৃদয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *