স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ভি,জে সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোতালেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৭) বছর। গতকাল বুধবার বেলা দেড় টার দিকে চুয়াডাঙ্গা শহরের পোষ্ট অফিস পাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রতিতজসা এ শিক্ষকের মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন।
ভি,জে সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোতালেব দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন। ১৯৯৭ সালে গুণী এ শিক্ষক ভি,জে সরকারী উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহন করেন। এরপর বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে নেন। তার অমায়িক ব্যবহারে প্রত্যেক শিক্ষার্থীসহ সাধারন মানুষের মন কেড়েছেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ভি,জে সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরাসহ শিক্ষকবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমের নামাজা জানাজা রেলষ্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হবে। তার নামাজে জানাজায় সকলকে শরীক থাকার জন্য পরিবারের সদস্যরা অনুরোধ করেছেন।
চুয়াডাঙ্গা ভি,জে সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের ইন্তেকাল, আজ দাফন



