অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেফতার

মেহেরপুর অফিস
মেহেরপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদার গ্রেফতার। গত মঙ্গলবার সন্ধ্যায় কোমরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসেনজিৎ হালদার মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মধু হালদারের ছেলে।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে আসে। প্রসেনজিৎ হালদার সম্প্রতি মেহেরপুরে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। পাশাপাশি ক্যাসিনো সংশ্লিষ্টতা ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকা সিআইডি মানি লন্ডারিং ইউনিট অনুসন্ধান চালাচ্ছে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলাও রয়েছে।
এ বিষয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, নতুন সাইবার সুরক্ষা আইনে মেহেরপুর জেলায় দায়ের হওয়া প্রথম মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে প্রসেনজিৎ হালদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চলমান অন্যান্য মামলাগুলোতেও গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধারকৃত আলামত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এগুলো যাচাই-বাছাই একটি সময় সাপেক্ষ ব্যাপার। যাচাই সম্পন্ন হলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, এর আগেও অনলাইন জুয়া সাইট ও ক্যাসিনো এজেন্ট পরিচালনার অভিযোগে প্রসেনজিৎ হালদার গ্রেফতার হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *