গাংনীতে চাচা-ভাতিজার বিরোধের জেরে ভুট্টাক্ষেত বিনষ্ট

মেহেরপুর অফিস
শরিকানা জমি নিয়ে বিরোধের জের ধরে আড়াই বিঘা ভুট্টাক্ষেত বিনষ্টের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে মেহেরপুরের গাংনীর সাহারবাটি টেইপুর মাঠে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে থানায় তলব করে।
ভুট্টাক্ষেতের মালিকানা দাবীদার তৌহিদুল ইসলাম জানান, তিনি তার পৈত্রিক সুত্রে পাওয়া ওই জমিতে ভুট্টা আবাদ করেছে। ক্ষেতের বয়স দেড়মাস। হঠাৎ তার দুই চাচা শামসুল হক ও বদরুল পাওয়ার ট্রিলার দিয়ে সমস্ত ভুট্টাক্ষেত বিনষ্ট করে দেয়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থানায় তলব করে।
এদিকে শামসুল ইসলাম দাবী করেন, এ আড়াই বিঘা জমি তিনি ও তার ভাই আবাদ করতেন। ফসল কাটার পর হঠাৎ তার ভাতিজা তৌহিদুল ইসলাম এলাকার কিছু গুন্ডা প্রকৃতির লোকজনকে সাথে নিয়ে ওই জমিতে ভুট্টা আবাদ করছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশি ডাকা হলেও সে সালিশিতে উপস্থিত হয়নি। বাধ্য হয়ে তারা ভুট্টাক্ষেত বিনষ্ট করে অন্য ফসল বুনছে।
গাংনী থানা অফিসার ইনর্চাজ (ওসি) উত্তম কুমার দাস জানান, ভুট্টাক্ষেত বিনষ্টের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। বিরোধপুর্ণ জমির কাগজপত্র যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *