খালেদা জিয়া মৃত্যুতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ মাহে আলম ও মহাসচিব মোঃ হান্নান সরকার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক বাণীতে বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে অসামান্য অবদানকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। বেগম খালেদা জিয়ার আপোষহীন ও দূরদর্শী নেতৃত্ব শুধু বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও দেশের সুনাম বৃদ্ধি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বহুদলীয় গণতন্ত্রের বিকাশ, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, প্রজাতন্ত্রের কর্মচারীবান্ধব ও বিনা বেতনে শিক্ষার সুযোগসহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে তাঁর অতুলনীয় অবদানকে আমরা স্মরণ করছি। দক্ষিণ এশিয়ায় শান্তি সমৃদ্ধি এবং ঐক্য ও অগ্রগতি নিশ্চিত করতে সার্ককে সক্রিয় করার উদ্যোগ ছিল তাঁর দূরদর্শী নেতৃত্ব। বেগম খালেদা জিয়া তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশিত পথ অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অতুলনীয় ভূমিকা রেখেছেন। বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অসামন্য অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *