বেগমপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
দর্শনার বেগমপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়কে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে বেগমপুর ফুলতলাপাড়ায় এ অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী বাবু প্রধানকে (৪২) আটক করা হয়।
পুলিশ জানায়, চোরাচালন ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ এসআই সৌমিত্র সাহা,  এসআই আশিকুর রহমান, এএসআই মোঃ আবু আল ইমরান ও  এএসআই মোঃ মোত্তালেব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সন্ধ্যার দিকে বেগমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রামের আমিন উদ্দিন প্রধানে ছেলে বাবু প্রধানের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *