আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় পল্লী বিদ্যুতের কেবি চুরিতে তোলপাড়

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের নিমতলা ও খামার মাঠ এলাকায় পল্লী বিদ্যুতের কেবি (কন্ট্রোল বক্স) চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাংবাড়ীয়া গ্রামের বাসিন্দা রাজু আহম্মেদের সেচ মটরে স্থাপিত একটি এবং ইউনিয়ন পরিষদের সদস্য সুজন আলী মেম্বারের খামার মাঠে অবস্থিত বোরিংয়ের তিনটি কেবি খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাতের আঁধার ও নির্জন পরিবেশকে কাজে লাগিয়ে চোরচক্র নির্বিঘ্নে পালিয়ে যায়।
চুরির ফলে সংশ্লিষ্ট সেচ মটর ও বোরিং সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। এতে সেচ কার্যক্রম বন্ধ থাকায় মাঠের ফসল মারাত্মক ক্ষতির ঝুঁকিতে পড়েছে। শুষ্ক মৌসুমে বোরিংনির্ভর কৃষিকাজ ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন।
এলাকাবাসীরা জানান, ভাংবাড়ীয়া ইউনিয়নে আগেও একাধিকবার পল্লী বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। তবে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, রাত্রীকালীন টহল জোরদার এবং বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা এলাকার পরিচালক মমতাজুর মুর্শিদ বলেন, গত কয়েক মাস ধরে আমাদের এলাকায় সেচ পাম্প ও ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে শুধু সমিতির নয়, কৃষকদের স্বপ্নের ফসলও মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল বাড়ানোর চেষ্টা চলছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) বানী ইসরাইল বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *