আলমডাঙ্গায় বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতার

আলমডাঙ্গা অফিস
সোশ্যাল মিডিয়া ফেসবুকে বক্তব্য বিকৃত করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট ভাবে আংশিক বক্তব্য প্রচারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। সোমবার বিকাল ৫টায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
আয়োজিত লিখিত সংবাদ সম্মেলনে আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু বলেন, গত ২৬ ডিসেম্বর ডাউকী ইউনিয়নের হাউসপুর মোড়ে অনুষ্ঠিত এক কর্মীসভায় দেওয়া তার বক্তব্যের অংশ কৌশলে কাটাছেঁড়া করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে প্রচার করা হচ্ছে। এতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, ওই বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে দলীয় ঐক্যের আহ্বান জানানো হয়। তবে বক্তব্যের আংশিক অংশ বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির নেতারা এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান এবং বিএনপি গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী বলে উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *