জীবননগর প্রতিনিধি
জীবননগরে আকলিমা প্রি-ক্যাডেট স্কুলে চলতি বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক। আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. রাজিয়া খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সাংবাদিক তারিকুর রহমান এবং জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সের কন্যা তারিন আফরিন।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ বছর বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে মোট ৪৫ জন শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে।
জীবননগরে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ



