তিতুদহ প্রতিনিধি
দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা শহরের ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কার্যালয়ে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক শাহিন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক ফিরোজ আহমেদ। এবং তথ্যপ্রযুক্তি খাতের বিশিষ্টজনেরা। এছাড়াও প্রশিক্ষক ও প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর যুগে দক্ষ জনশক্তি তৈরি করা সময়ের দাবি। সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে দেশের তরুণদের মধ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড যে কাজ করছে, তা প্রশংসনীয় উদ্যোগ। প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা যেন শেখা দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারে সেই আহ্বান জানান।
সভাপতি বলেন, এই প্রকল্পের মাধ্যমে শুধু কর্মসংস্থানই নয়, বরং আত্মনির্ভরশীল সমাজ গঠনের দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। দক্ষতা উন্নয়নমূলক এ ধরনের প্রশিক্ষণ গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলের তরুণদের মধ্যে কর্মচেতনা জাগিয়ে তুলছে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষণ সমাপ্ত করা শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী যুবক-যুবতীরা প্রশিক্ষণের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসবমুখর এবং আনন্দঘন। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কর্মকর্তারা জানান, তারা ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলায় আরও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবেন, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণরাও আধুনিক প্রযুক্তি জ্ঞান অর্জনের সুযোগ পায়।
দক্ষতা উন্নয়নে চুয়াডাঙ্গায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের সনদ প্রদান



