মেহেরপুরে বিএনপির তিন বিদ্রোহীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মেহেরপুর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের দুটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছে। মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে মাসুদ অরুন এবং মেহেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে মেহেরপুর-১ আসনে মাওলানা তাজ উদ্দিন খান ও মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেহেরপুর-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমানা আহম্মেদ মনোনয়নপত্র জমা দেন। এছাড়া মেহেরপুর-১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সোহেল রানা।
গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের কাছে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।
এছাড়াও জাতীয় পার্টির পক্ষ থেকে মেহেরপুর-১ আসনে আব্দুল হামিদ এবং মেহেরপুর-২ আসনে আব্দুল বাকী মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসনে অ্যাড. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহবুব রহমানও মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *