জীবননগর অফিস
জীবননগরের খরিদ্দার সেজে পণ্য দেখার অভিনয় করে কৌশলে ব্যবসা প্রতিষ্ঠান হতে নগদ এক লক্ষ টাকা চুরি করে পালিয়েছে দুই চোর। গত রবিবার বিকাল ৪টার দিকে জীবননগর পাইলট হাইস্কুলের সামনে মুন্সি ট্রেডার্সে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম. আর বাবু জানান, গত রবিবার বিকাল ৪টার দিকে দুইজন অপরিচিত ব্যক্তি ২কেজি সিমেন্ট ও একটি টেপ কেনার জন্য আমার দোকানে আসেন। পরে তারা এগুলো কিনে আমাকে টাকা দেয় আমিও টাকা গ্রহণ করে বাকি টাকা তাদেরকে ফেরত দেই কিন্তু ভুলবশত আমি আমার ক্যাশবাক্সের ড্রয়ার খোলা রাখি। এরপর চোর চক্রের আরেকজন সদস্য আমার চেয়ারের পেছনে দাঁড়িয়ে পন্য দেখার অভিনয় করতে থাকে। এদিকে অপরজন আমার দোকানের মালামাল নিয়ে বিভিন্ন প্রশ্ন করে আমার দৃষ্টি অন্য দিকে নিতে চেষ্টা করতে থাকে। এরই ফাকে আমার পেছনে থাকা ব্যক্তিটি ক্যাশবক্স থেকে ৫০০ টাকার দুটি বান্ডিল(১লক্ষ টাকা) নিয়ে পালিয়ে যায়। এরপর আমি কোথাও টাকা খুঁজে না পেয়ে পরে সিসি ক্যামেরা পরীক্ষা করে চুরির বিষয়ে অবগত হই। সিসি টিভি ফুটেজে চোর সহ টাকা চুরি হওয়ার দৃশ্য টি ছড়িয়ে পড়লেও এখনো পর্যন্ত চোরের সন্ধান পাওয়া যায় নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সোলায়মান শেখ জানান, চুরির ঘটনাটা সত্যিই দুঃখজনক। আমরা এ বিষয়ে জীবননগর থানার একটি অভিযোগ নিয়েছি। আশা করি দুই-একদিনের মধ্যেই চোর চক্রের সদস্যদের ধরতে পারবো।
জীবননগরে ব্যবসা প্রতিষ্ঠানে খরিদ্দার সেজে অভিনব কায়দায় ক্যাশবাক্স থেকে লক্ষাধিক টাকা চুরি করে পালালো দুই চোর



