ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

অনলাইন ডেস্ক


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে রবিবার মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

এর আগে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

আজ সকাল ১১টা ১০ মিনিটের দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এর মধ্য দিয়ে তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করার পর বিএনপির সিনিয়র নেতারা তাকে এই আসন থেকেই নির্বাচন করতে অনুরোধ করেন।

বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকার এই আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে ভোটার হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন।

তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বার্তা সংস্থা বাসসকে জানান, আইনগতভাবে তার ভোটার হতে কোনো বাধা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *