আলমডাঙ্গায় পলিশের অভিযানে ৪জন গ্রেফতার একটি পাখিভ্যান উদ্ধার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানাধীন খোরদ গ্রামে চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত পাখিভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ও বিকালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামের সানোয়ার হোসেনের ছেলে উকিল (৪৫), কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার রানা খুরিয়া (কদমতলা) গ্রামের হানিফ সর্দারের ছেলে রেন্টু ইসলাম (৩০), কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল গ্রামের আব্বাস আলীর ছেলে ইসমাইল হোসেন (৩০) এবং আলী হোসেনের ছেলে সবুজ হোসেন (২৬)।
থানা সূত্রে জানা যায়, খোরদ গ্রামের মোঃ মিলন আলী (৩৮) পেশায় একজন পাখিভ্যান চালক। তার মালিকানাধীন আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত পাখিভ্যান গত ২ডিসেম্বর রাত ১০টা থেকে ৩ডিসেম্বর সকাল ৬টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা তার বসতবাড়ির রান্নাঘরের তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মিলন আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ(ওসি) বানী ইসরাইল বলেন, উদ্ধারকৃত পাখিভ্যানটি যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মালিকের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *