স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু ও সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর এর জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে তাঁদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই দুই যুবদল নেতার জন্মদিন উপলক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের বাসভবন সংলগ্ন অফিসে জন্মদিনের কেক কেটে জমকালো আয়োজনে এই জন্মদিন উদযাপন করা হয়। এ সময় জন্মদিন উপলক্ষে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনে আরও সাফল্য কামনা করেন শরীফুজ্জামান শরীফ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনব্যাপী জন্মদিনের শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা পেতে থাকেন তারা। এছাড়াও জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা যুবদল ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সাইফুর রশীদ ঝন্টু ও মতিউর রহমান মিশরের জন্মদিনে বিএনপির সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের শুভেচ্ছা



