চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে বিএনপি-জামায়াতসহ মোট ৮জনের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ৮জন মনোনয়ন সংগ্রহ করেছে। এর মধ্যে গতকাল শনিবার তিনজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী জহুরুল ইসলাম ও চুয়াডাঙ্গা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাসানুজ্জামান সজিব এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি’র জেলা কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন মনোনয়পত্র সংগ্রহ করেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, এ নিয়ে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ৮জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এরমধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী শরীফুজ্জামান শরীফ ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেত্রী মিলিমা ইসলাম বিশ্বাস, জামায়াতে ইসলামী এক আসনের মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম।
অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা আমীর রুহুল আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজিব এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি’র জেলা কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিতে পারবেন বলেও জানান তিনি।
মনোনয়ন ফরম উত্তোলনের সময়ে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সম্পাদক আলিমুজ্জামান, জেলা সদস্য মুফতি আব্দুস সালাম, আলহাজ্ব সারোয়ার হোসেন, শ্রমিক আন্দোলনের সদস্য রাশিদুল ইসলাম, মুফতি আব্দুর রাজ্জাক, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মেহেদী হাসানসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে মনোনয়ন ফরম সংগ্রহের সময়ে এবি পার্টি চুয়াডাঙ্গা জেলা যুগ্ম-আহ্বায়ক রফিউল কাদির, সদস্য সচিব আলী রুশদী মজনু, সাংগঠনিক সম্পাদক শামীম আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, যুব সমন্বয়ক সোহেল ও ইনছান আলী, সদর থানার সমন্বয়ক লাল্টু মল্লিক, সদর থানা যুব সমন্বয়ক মামুনুর রশিদ, দামুড়হুদা থানার আহ্বায়ক আরশেদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *