তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরোজগঞ্জে যুবদল ছাত্রদলের খাবার বিতরণ

সরোজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ কুতুবপুর ইউনিয়নে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে সরোজগঞ্জ বাজারের ফুড গোডাউনের সামনে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কুতুবপুর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে এবং যুবনেতা শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লাল, জেলা শ্রমিক দলের সদস্য শাহীনুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি শাহাবুদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্য আবু আসলাম সোহাগ, উপজেলা যুবদলের সদস্য টুটুল আহামেদ ও রুমজান আলী, গোলাম মোস্তফা, সুন্দর আলী, মাসিদুর রহমান, মিজানুর রহমান, মুজাহিদুল, রকিবুল, রানা আহমেদ, মিজান, আমিরুল ইসলাম আমু, তরিকুল, রাজু আহমেদ ও সবুজ আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *