পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের অভিযানে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আক্তার হোসেন কুতুবপুর ইউনিয়নের জলিবিলা গ্রামের মাদার শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ‘ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানের অংশ হিসেবে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই সদরুল আলম ও এএসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সরোজগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আক্তার হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সরোজগঞ্জে পুলিশের অভিযানে জলিবিলার আক্তার গ্রেফতার



