আলমডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আনন্দঘন পরিবেশে আলমডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী এ বনভোজন উৎসব আক্কাস লেক ভিউ মনোরম পর্যটন কেন্দ্রে আয়োজন করা হয়। সকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবার-পরিজনদের অংশগ্রহণে বনভোজনস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। কর্মব্যস্ত সাংবাদিকতার বাইরে একদিনের এই মিলনমেলা ছিল ক্লাব সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার এক অনন্য সুযোগ।
বনভোজনে ছিল নানা আয়োজন। খেলাধুলা, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা অংশগ্রহণকারীদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে। দুপুরের খাবারে ছিল ঐতিহ্যবাহী ও মুখরোচক নানা পদ, যা সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি
মোঃ বশিরুল আলম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক, রিফাজ্জেল হোসেন, কে.এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন কাইরুল, অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ফারাজী, ক্রীড়া সম্পাদক মুহা: মহসীনুজ্জামান চাঁদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ লাল্টু রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, সংস্কৃতি সম্পাদক মোঃ সাকিব হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক গোলাম রহমান চৌধুরী,দপ্তর সম্পাদক এস এম বিপ্লব হোসেন এবং নির্বাহী সদস্য রাশেদ রানা বিপন, মোঃ মাহফুজ আহম্মেদ,সাবেক সহ সভাপতি প্রভাষক শেখ শফিউজ্জামান, সিনিয়র সাংবাদিক মোঃ আবুল কাশেম, মহসিন আলী হোসেন, ডাঃ জাফর এবং বহুরুল ইসলাম, অতিথি কবি সিদ্দিকুর রহমানপ্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও আলমডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের নিয়ে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে।
দিনব্যাপী এ আয়োজন শেষে স্মৃতিচারণা ও আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা আয়োজনের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এমন মিলনমেলার ধারাবাহিকতা কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *