আলমডাঙ্গায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আলমডাঙ্গা অফিস
হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে আলমডাঙ্গায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডা. হাদি জিয়াউদ্দীন আহমেদ। এসময় তিনি বলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন ও ডা. শৌভিক রায় এবং সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন লজিস্টিক অফিসার রাশেদুজ্জামান, ফিল্ড মনিটরিং অফিসার মাহফুজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের চলমান কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমামসহ ধর্মীয় নেতা এবং স্কুল-কলেজের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ প্রশিক্ষণে আলমডাঙ্গা উপজেলার ৪৪টি কমিউনিটি ক্লিনিকের সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *