মেহেরপুর অফিস
মেহেরপুর-২ (গাংনী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাড. সাকিল আহমাদ।
শনিবার সকালে সহকারী রিটার্নিং অফিসার গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের কাছ থেকে অ্যাড. সাকিল আহমাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম ও এনসিপির মেহেরপুর জেলা সদস্য আমির হামজাসহ দলীয় নেতৃবৃন্দ।
এ নিয়ে মেহেরপুর-২ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন। এর আগে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন ও জাভেদ মাসুদ মিলটন, জামায়াতে ইসলামী প্রার্থী নাজমুল হুদা এবং গণঅধিকার বাংলাদেশের প্রার্থী রাইসুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ দিন।
গাংনী আসনে এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ



