শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক


শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি কবর জিয়ারত করেন। একই জায়গার অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের করবও জিয়ারত করেন তিনি। এরপর মোনাজাতে অংশ নেন তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতারা।

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহল। এসময় তিনি হাদির ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গেও কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম তারেক রহমানকে অভ্যর্থনা জানান।

কবর জিয়ারত শেষে ১১টা ৪০ মিনিটের দিকে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *