চুয়াডাঙ্গায় ক্লাব এসএসসি-৮৫’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় এসএসসি ৮৫ ব্যাচের বন্ধুদের নিয়ে উদযাপিত হলো ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য মিলন মেলা। দীর্ঘ ৪০ বছর পর আবার একত্রিত হয়ে স্মৃতিচারণ, আনন্দ আর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হলেন পুরোনো দিনের সহপাঠীরা।
গতকাল শুক্রবার সকাল থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘বন্ধু মিলন-৮৫’। ‘অটুট থাক বন্ধুত্বের বন্ধন’ এ স্লোগানে আয়োজিত মিলন মেলায় অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে আসা শতাধিক বন্ধু।
সকাল সাড়ে ৮টায় শুরু হয় রেজিস্ট্রেশন, এরপর নাশতা ও গিফট বিতরণ। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ক্লাব এসএসসি ৮৫ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি মাসুদুর রহমান শ্যামল। সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং ১০টা ১০ মিনিটে অসুস্থ ও প্রয়াত বন্ধুদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন রেজাউল করিম সেন্টু। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ সান্টু। তিনি বলেন, চার দশক পরও আমরা একই বন্ধনে আবদ্ধ। এই মিলন আমাদের জীবনে এক অনন্য অধ্যায়।
এরপর কেক কেটে ৪০ বছর পূর্তি উপলক্ষে ‘রুবি জয়ন্তী’ উদযাপন করা হয়। কেক কাটার পর ব্যান্ডপার্টির তালে তালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সরকারি কলেজ চত্বর থেকে শুরু হয়ে বড়বাজার ঘুরে কবরী রোড হয়ে আবার কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর পরিচয় পর্বে বন্ধুদের নাম, পেশা ও বর্তমান ঠিকানা তুলে ধরা হয়। সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে নানা পেশায় প্রতিষ্ঠিত বন্ধুরা নিজেদের গল্প ভাগাভাগি করেন। পুরোনো দিনের ক্লাসরুম, পরীক্ষার হল, মাঠের আড্ডা সবই ফিরে আসে স্মৃতির পাতায়। দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জুম্মার নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি চলে। এরপর শুরু হয় আড্ডা, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা আবৃত্তি ও নাচে মেতে ওঠেন বন্ধুরা। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন পুরোনো দিনের স্মৃতিচারণে। বিকালে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। এতে আকর্ষণীয় পুরস্কার জিতে নেন ২০ জন বন্ধু। পুরো আয়োজনে ছিল প্রাণবন্ত পরিবেশ, হাসি-আনন্দ আর নির্ভেজাল বন্ধুত্বের উচ্ছ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আদিল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্ধুদের সঙ্গে এমন আড্ডা মানেই জীবনের সব দুশ্চিন্তা ভুলে গিয়ে নির্মল আনন্দে হারিয়ে যাওয়া। এই মিলন মেলা আমাদের আবার নতুন করে বাঁচতে শেখায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *