স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার আওতাধীন সদর থানা শাখার উদ্যোগে একটি তালীমি মজলিস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ এশা চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ তালীমি মজলিস অনুষ্ঠিত হয়।
মজলিসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও শুরা সদস্য মাওলানা জহিরুল ইসলাম। মজলিসে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর থানা শাখার সভাপতি মুফতী আহমাদ যুবায়ের। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সদর থানা শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ বিন বাশার। তালীমি মজলিসে ইসলামী চেতনা জাগরণ, আদর্শ সমাজ বিনির্মাণ এবং সংগঠনের দায়িত্বশীলদের দ্বীনি শিক্ষা ও আদর্শে বলীয়ান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহিরুল ইসলাম বলেন, আদর্শ ও ঈমানদার নেতৃত্ব গঠনে তালীমি কার্যক্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের লক্ষ্য ও কর্মপদ্ধতি সুস্পষ্টভাবে অনুধাবন করে দায়িত্বশীলদের মাঠপর্যায়ে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, তালীমি মজলিসে সাংগঠনিক আলোচনার চেয়ে ইসলাহী ও দ্বীনি আলোচনা বেশি প্রাধান্য পাওয়া উচিত। আত্মশুদ্ধি, আমল ও আদর্শ চরিত্র গঠনের মাধ্যমে দায়িত্বশীলদের নিজেদের প্রস্তুত করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা শাখার বাইতুল মাল সম্পাদক মাওলানা ওয়াহেদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত মজলিসে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা বশির আহমাদ এবং আস-সুফফা রহমানিয়া কওমি মাদরাসার পরিচালক মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।
এ সময় সদর থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে তালীমি কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং আদর্শ সমাজ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের তালীমি মজলিস অনুষ্ঠিত



