জীবননগর অফিস
জীবননগর শহরের গোপালনগর গ্রামের যুব সমাজের উদ্যোগে “এসো ছক্কামারি, মাদককে না বলি” এই শ্লোগানকে সামনে রেখে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক। খেলার উদ্বোধনকালে তিনি বলেন, আজকের যুব সমাজই আগামী দিনের রাষ্ট্রনায়ক। তাই যুব সমাজকে সমাজের সব ধরনের অসঙ্গতি দূর করে একটি আলোকিত সমাজ গড়তে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খেলাধুলা ও দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত থাকলে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফা, সাইদুর রহমান, নিছার উদ্দীন টুটুল, আহম্মদ আলী, বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান চঞ্চল, লুৎফর রহমান এবং সাংবাদিক এম আই আতিয়ার রহমান।
রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিপুল সংখ্যক নারী-পুরুষ ও কিশোর-কিশোরীর উপস্থিতি লক্ষ্য করা যায়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
জীবননগর গোপালনগরে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন



