স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৯তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এ আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।
অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় আসরে স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, আব্বাস উদ্দিন, অ্যাডভোকেট জেসমিন আরা মালা, লতিফা রহমান বনলতা, শহিদুল ইসলাম রনি, ফুয়াদ আল মুকতাদির, খালেকুজ্জামান, রাবিয়া খাতুন রাবু, আনছার আলী, শহিদুল ইসলাম ও হারুন অর রশিদ।
পঠিত কবিতা ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সভাপতি ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, হুমায়ুন কবীর, অ্যাডভোকেট জেসমিন আরা মালা ও জি এম জোয়ার্দার। আসরে উপস্থিত ছিলেন মর্জিনা খাতুন ও হোসেন মোহাম্মদ ফারুক।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন ছোট্ট সোনামনি আরিবা ইসলাম সাররা। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯৯তম পর্বের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে ‘পদধ্বনি’ আসর অনুষ্ঠিত



