ছয়ঘরিয়ার মাঠ থেকে কৃষকের সেচ পাম্পের সোলার সরঞ্জাম চুরি

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের সালতলার কেরুর মাঠ থেকে এক কৃষকের সেচ পাম্পের সোলার সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, ছয়ঘরিয়া গ্রামের কৃষক পিন্টু মিয়া তার জমিতে সেচ দেওয়ার জন্য স্থাপিত সোলারচালিত সেচ পাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম মাঠে রেখে যান। রাতের আঁধারে দুর্বৃত্তরা সেচ পাম্পের সোলার প্যানেলসহ প্রয়োজনীয় সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
চুরির ঘটনায় বর্তমানে ওই কৃষকের সেচ কার্যক্রম পুরোপুরি ব্যাহত হচ্ছে। এতে ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। চুরি হওয়া সোলার সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।
এ ঘটনায় এলাকায় কৃষকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *