আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের পরীক্ষা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্পের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় আলমডাঙ্গা উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর ৯৩১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে বলে কতৃপক্ষ জানান। আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শেখ নূর মোহাম্মদ টিপুর তত্বাবধানে পরীক্ষার সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, ফাউন্ডেশনের সদস্য সচিব ডাঃ আব্দুল্লাহ আল মামুন। কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক ডঃ আব্দুর রহমান। পরীক্ষায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান এর প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ কেন্দ্র পরিদর্শন করেন।
স্থাানীয় গন্যমান্য ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী বিজ্ঞানী মাসুদ পারভেজ, আলমডাঙ্গা, প্রবীণ সাংবাদিক শাহ আলম মন্টু, সিনিয়র সাংবাদিক হামিদুল ইসলাম আজম, সহ শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল, আলমডাঙ্গা বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক এন এইচ শাওন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, বাংলাদেশ মানবিকার কমিশন এর সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।
রাজনৈতিক ব্যক্তিবর্গ মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা-১ সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা শাখার আমির শফিউল ইসলাম বকুল, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, পৌর জামায়াতের আমির মাহের আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *