চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেধা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় মেধা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জামজামি প্রতিভা একাডেমী স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার মোট ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৪৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
মেধা ফাউন্ডেশনের পরিচালক মোঃ হায়দার আলীর সার্বিক তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে দুই শিফটে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো কেন্দ্র ছিল প্রাণবন্ত ও মুখর।
পরীক্ষাকালীন সময়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি কেন্দ্র পরিদর্শন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
এ সময় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আলমডাঙ্গা মেধা ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পরীক্ষা শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *