দর্শনার রামনগরে ফুলে ভরা রঙিন বাগানের সৌন্দর্যে মুগ্ধ স্থানীয়রা

আব্দুর রহমান অনিক,দর্শনা
দর্শনার রামনগরের গোপাল কালিতে গড়ে উঠেছে এক রঙিন ও মনোরম ফুলের বাগান, যা মাত্র কয়েক মাসেই স্থানীয়দের প্রিয় বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিনই এখানে নারী-পুরুষ, শিশু-কিশোর ও তরুণদের ভিড় লক্ষ্য করা যায়। ফ্রিতে প্রবেশের সুযোগ থাকায় বাগানটি সত্যিই হয়ে উঠেছে এলাকার একটি প্রাণবন্ত দর্শনীয় স্থান।
রঙিন ফুলের সুবাসে মোড়ানো এই বাগানে পা রাখলেই মনে হয় প্রকৃতির নিজস্ব এক রাজ্যে প্রবেশ করেছেন। পরিচ্ছন্ন পরিবেশ, খোলা আকাশের নিচে সাজানো বিভিন্ন প্রজাতির ফুল এবং নান্দনিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করছে। বিশেষ করে বিকেলের পর থেকে বাগানটি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য মানুষের ঢল নামে। আবার বাগানটি অনেকের কাছেই হয়ে উঠেছে যশোরের গদখালির স্মৃতিচারণ। এখানে মাত্র ২ টাকা ও ৫ টাকার বিনিময়ে নানা রকমের ফুল কেনার সুযোগও রয়েছে।
দর্শনার্থী রাজিব বলেন, এত অল্প খরচে এমন মনোরম একটি জায়গা তৈরি হওয়ায় দর্শনার মানুষ আনন্দিত। অনেকের মতে, এই ফুলের বাগান শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, বরং এটি দর্শনার একটি নতুন পরিচয় হয়ে উঠছে।
ফুলের সৌন্দর্য, মানুষের ভালোবাসা আর প্রকৃতির সান্নিধ্যে দর্শনা রামনগরের এই ২ টাকার ফুলের বাগান এখন নিঃসন্দেহে এলাকার সবচেয়ে আলোচিত ও ভাইরাল দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
ফুলের বাগানটির উদ্যোক্তা শাকিল আহমেদ বলেন,সোখের বসে করা। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে মানুষের আগ্রহ আরও বেড়ে গেছে। দূরদূরান্ত থেকেও মানুষ পরিবার নিয়ে আসছে। এটা দেখে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। মানুষজন খুব আগ্রহ নিয়ে আসছে, পরিবার নিয়ে সময় কাটাচ্ছে এটাই সবচেয়ে ভালো লাগার জায়গা। আগামীতে আরও বড় পরিসরে এবং আরও জায়গায় এই ফুলের বাগান নিয়ে কাজ করার ইচ্ছে আছে। একদিকে যেমন ইনকাম বৃদ্ধি হচ্ছে, অন্যদিকে এলাকার মানুষের জন্য একটা সুন্দর বিনোদনের জায়গা তৈরি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *