তিতুদহ প্রতিনিধি
যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সরকারের গৃহীত একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের জন্য আয়োজন করা হয়েছে একদিনব্যাপী আনন্দ ভ্রমণ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মসংস্থানযোগ্য যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলার চতুর্থ ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পযন্ত ভ্রমণের আয়োজন করা হয়েছে। আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ এলাকায় অবস্থিত একটি পর্যটন কেন্দ্রে।
সকাল থেকেই প্রশিক্ষণার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভ্রমণে অংশগ্রহণ করেন। দিনব্যাপী ভ্রমণে প্রশিক্ষণার্থীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। এতে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধন ও দলগত সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক ফিরোজ আহমেদ।
তিনি বলেন, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের পাশাপাশি এমন আনন্দ ভ্রমণ প্রশিক্ষণার্থীদের মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি প্রশিক্ষণকালীন একঘেয়েমি দূর করে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগায়।
উল্লেখ্য, এ প্রকল্পের মাধ্যমে চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষিত বেকার যুবদের আধুনিক ফ্রিল্যান্সিং দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে অনেক প্রশিক্ষণার্থী দেশ-বিদেশের অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। এই আনন্দ ভ্রমণ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, চুয়াডাঙ্গা (চতুর্থ ব্যাচ)।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন, মানসিক বিকাশ ও কর্মসংস্থানের লক্ষ্যে এ ধরনের ইতিবাচক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত



