মেহেরপুর অফিস
মেহেরপুরের খ্রীস্টজাগের মধ্য দিয়ে শুরু হয়েছে বড় দিনের মূল আনুষ্ঠানিকতা। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮টার সময় মুজিবনগর উপজেলার ভবেরপাড়া চার্চে প্রার্থণা শুরু হয়। এছাড়াও প্রার্থণা চলছে জেলার ২৯ টি গীর্জায়।
সকাল থেকে খ্রীস্টধর্মাবলম্বীরা গীর্জাগুলো আসতে শুরু করে এবং প্রার্থনা চলে সকাল ১০টা পর্যন্ত। খ্রীস্ট ধর্মাবলম্বীদের মতে, এদিনে মা মারিয়ামের গোয়াল ঘরে যীশরু জন্ম হয়। যীশু এসেছিলেন মানবতার বার্তা নিয়ে। দুনিয়া থেকে সকল পাপ মোচনই ছিলো তাঁর উদ্দেশ্য। সকাল থেকেই খীস্ট ধর্মাবলম্বীরা প্রার্থণা শুরু করেছেন। বিশ্বের সকল মানুষ সুখে থাকে। দূর হোক হিংসা বিদ্বেশ। বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনায় তার প্রার্থণা করছেন যীশুর কাছে। এছাড়া দেশ-দেশবাসীর জন্য তারা প্রার্থণা করছেন।
প্রার্থণা শেষে তারা পাড়া-মহল্লায় স্থাপিত প্রতিটি গোশালা পরিদর্শণ করবেন। সাথে গাইবেন কের্তন। বাড়িতে বাড়িতে তৈরি করা হয়েছে বিঠা-পুলি থেকে শুরু নানা ধরনের খাবার।
এছাড়াও প্রতিটি চার্চ প্রাঙ্গণে বসেছে মেলা। বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খরা বাহিনীর রয়েছে কঠোর নিরাপত্তা বলয়।
মেহেরপুরে বড়দিন উপলক্ষে চার্চগুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত



