ত্রয়োদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হলেন শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, এ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চুয়াডাঙ্গা হেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

গতকাল বুধবার বিকেলে মনোনয়নপ্রাপ্ত শরীফুজ্জামান শরীফ নিজেই মহাসচিবের স্বাক্ষরিত চিঠিটি বিভিন্ন স্থানীয় গণমাধ্যম ও নেতা-কর্মীদের কাছে পাঠান। এরপরই চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে দলে সক্রিয় ও মাঠপর্যায়ের জনপ্রিয় নেতা শরীফুজ্জামানকে মনোনয়ন দেওয়ায় প্রায় সব স্তরের নেতা-কর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করার মধ্যদিয়ে চুয়াডাঙ্গা জেলায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও গতিশীল হলো। বিশেষ করে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় গত কয়েক মাস ধরেই তৃণমূল নেতা-কর্মীরা নির্বাচনী মাঠ গুছিয়ে নিচ্ছিলেন। শরীফুজ্জামান শরীফকে মাঠে পেয়ে তারা আরও সক্রিয় হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, মনোনয়ন ঘোষণার পর জেলা ও উপজেলা বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন, দলীয় ঐক্য অটুট থাকলে চুয়াডাঙ্গা-১ আসনে এবার বিএনপির বিজয় সুনিশ্চিত। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বহুদিন পর বিএনপির এই ঘাঁটিতে নতুন করে প্রাণ ফিরছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *