চুয়াডাঙ্গায় দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
দেশের ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক বাহাত্তর পেরিয়ে ৭৩ বছরে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে এই দৈনিক। ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ও চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৈনিক ইত্তেফাক শুধু একটি সংবাদপত্র নয়, এটি বাংলাদেশের ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের এক নির্ভরযোগ্য দলিল। মুক্ত সাংবাদিকতার পথচলায় পত্রিকাটির অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সংবাদ পরিবেশন করাই দায়িত্বশীল সাংবাদিকতার মূল শক্তি। এ ক্ষেত্রে ইত্তেফাক দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছে। আলোচনা সভায় দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রুবাইত বিন আজাদ সুস্থির’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর ( বিশেষ পিপি)অ্যাডভোকেট এম.এম.শাহজাহান মুকুল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি সরদার আল আমীন, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, অ্যাডভোকেট আ.স.ম. আব্দুর রউফ, জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সুমন পারভেজ খান প্রমুখ।
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিকের সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সভা শেষে কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বক্তারা বলেন, দেশের গণমাধ্যম ইতিহাসে দৈনিক ইত্তেফাক যুগে যুগে গণমানুষের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *