মেডিক্যাল বর্জ্য পুড়িয়ে বায়ুদূষণ করার অপরাধে চুয়াডাঙ্গায় হেলথ এইড মেডিক্যাল সেন্টারকে জরিমানা, এলাকাবাসীর সন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টার
মেডিক্যাল বর্জ্য পুড়িয়ে বায়ুদূষণ করার অপরাধে চুয়াডাঙ্গা হেলথ এইড মেডিক্যাল সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এ সময় পথচারী ও অন্যান্য ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে গড়ে ওঠা অন্য বড় বড় কিèনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালানোর আহবান জানান সংশ্লিষ্ট দপ্তরকে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস জানান, দীর্ঘদিন থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কসহ বিভিন্ন স্থানে কিèনিক মালিক ও ডায়াগনষ্টিক সেন্টারগুলো নানা অনিয়ম করে ব্যবসা পরিচালনা করে আসছে। এতে রোগী ও তার স্বজনেরা চরম ভোগান্তিতে পড়ছে। এরই আলোকে গতকাল হাসপাতাল সড়কে অভিযান চালানো হয়। মেডিক্যাল বর্জ্য পুড়িয়ে বায়ুদূষণ করাই পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর বিধি ১২ লঙ্ঘনের অপরাধে হেলথ এইড মেডিক্যাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো: আলমগীর শরীফকে ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।  এ সময় চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ অনুসারে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিষ্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, প্রসিকিউটর মো: নাইম হোসেনসহ জেলা পুলিশের টিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *