স্টাফ রিপোর্টার
মেডিক্যাল বর্জ্য পুড়িয়ে বায়ুদূষণ করার অপরাধে চুয়াডাঙ্গা হেলথ এইড মেডিক্যাল সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এ সময় পথচারী ও অন্যান্য ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে গড়ে ওঠা অন্য বড় বড় কিèনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালানোর আহবান জানান সংশ্লিষ্ট দপ্তরকে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস জানান, দীর্ঘদিন থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কসহ বিভিন্ন স্থানে কিèনিক মালিক ও ডায়াগনষ্টিক সেন্টারগুলো নানা অনিয়ম করে ব্যবসা পরিচালনা করে আসছে। এতে রোগী ও তার স্বজনেরা চরম ভোগান্তিতে পড়ছে। এরই আলোকে গতকাল হাসপাতাল সড়কে অভিযান চালানো হয়। মেডিক্যাল বর্জ্য পুড়িয়ে বায়ুদূষণ করাই পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর বিধি ১২ লঙ্ঘনের অপরাধে হেলথ এইড মেডিক্যাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো: আলমগীর শরীফকে ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ অনুসারে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিষ্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, প্রসিকিউটর মো: নাইম হোসেনসহ জেলা পুলিশের টিম।
মেডিক্যাল বর্জ্য পুড়িয়ে বায়ুদূষণ করার অপরাধে চুয়াডাঙ্গায় হেলথ এইড মেডিক্যাল সেন্টারকে জরিমানা, এলাকাবাসীর সন্তোষ প্রকাশ



