আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা আটক

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা কালিদাপুর ইউনিয়নের সাবক যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বানী ইসরাইল এর নেতৃত্বে এসআই(নিঃ) এসএম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিষেশ অভিযানে ২৩ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে তার নিজ গ্রাম থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন- আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ডোম্বলপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আলী(৪০)
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ২৪/১২/২০২৫ তারিখে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *