জীবননগর অফিস
জীবননগরে নাশকতা চেষ্টার অভিযোগে হাসাদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেম্বার সোহেল রানা ওরফে শ্যামল (৪৫) কে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী সোহেল রানা ওরফে শ্যামল হাসাদাহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কন্দোপপুর গ্রামের জাফরউল্লাহর পুত্র। পরবর্তীতে তাকে জীবননগর থানায় মামলা নং ৬ তাং ৩/১১/২০২৫ ইং মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাশকতা চেষ্টার অভিযোগে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং সন্ত্রাস দমন আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেল হাজতে পাঠানো হবে।
জীবননগরে নাশকতা চেষ্টার অভিযোগে আ’লীগ নেতা শ্যামল মেম্বর গ্রেফতার



